Dr. Neem on Daraz
Victory Day
আগামী নিউজে সংবাদ প্রকাশ

বরিশাল কারাগারের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন


আগামী নিউজ | বরিশাল প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৭, ২০২১, ১০:৫৮ পিএম
বরিশাল কারাগারের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ বরিশাল কেন্দ্রীয় কারাগারের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) এই কমিটি গঠন করেন বরিশালের ডিআইজি প্রিজন টিপু সুলতান। এতে ভোলার জেল সুপার নাসির উদ্দিনকে প্রধান, ঝালকাঠীর জেলার জান্নাতুল ফরহাদ ও পিরোজপুরের ডেপুটি জেলার আবুল হোসেনকে সদস্য করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজন টিপু সুলতান। তবে তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে আগামী নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বরিশাল জেলা কারাগারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে ডিআইজি প্রিজন কার্যালয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে