Dr. Neem on Daraz
Victory Day

গাঁজার চাষের ফলনের পরামর্শ নিতে গিয়ে যুবক কারাগারে !


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৬:১৭ পিএম
গাঁজার চাষের ফলনের পরামর্শ নিতে গিয়ে যুবক কারাগারে !

ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ বন্ধুর কাছে গাছের ফলন না ধরার কারণে কৃষি কর্মকর্তাকে ফলন ধরার বিষয়ে পরামর্শের জন্য বলেন। বন্ধু কৃষি কর্মকর্তাকে ফোন না দিয়ে উল্টো থানায় ফোন করে পুলিশে ধরিয়ে দেন। তেমনি এক ঘটনা ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে।
 
গোপন সংবাদের ভিত্তিতে শেখ ফরিদ ওরফে বেচু(৩৭) নামের এক যুবককে গাঁজা গাছের চারাসহ আটক করে চরজব্বার থানা পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার থেকে তাকে আটক করে।
 
আটককৃত শেখ ফরিদ চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেকের পুত্র।
 
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সেন্টার বাজার চরবাটা উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে বেচুর বাড়িতে গাঁজা গাছের চারা রয়েচে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছের চারটি চারাসহ তাকে আটক করা হয়েছে।আটককৃত শেখ ফরিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
 
তিনি আরো বলেন, গাঁজা গাছের চারা আনা ও মাদকের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে