Dr. Neem on Daraz
Victory Day

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার     


আগামী নিউজ | মহিউদ্দিন খান, ভোলা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৮:২৫ পিএম
ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার     

ছবি: আগামী নিউজ

ভোলাঃ জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) এওয়াজপুর ৪নং ওয়ার্ডের ওই গৃহবধূর শ্বশুরবাড়ির পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ জেসমিন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী। এদিকে লাশ উদ্ধার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক। 

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের দুই বছর পূর্বে বিয়ে হয়। সংসার জীবনে প্রথম থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। রোববার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সোমবার সকালে ওই গৃহবধূর সৎ শাশুড়ি ঘুম থেকে উঠে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তখন ছেলেও ঘুম থেকে উঠে আসে। পুলিশ খবর পেয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে