Dr. Neem on Daraz
Victory Day

কেন্দ্রে নালিশ দেয়ায় হামলার শিকার লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা


আগামী নিউজ | লক্ষীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৭:০৯ পিএম
কেন্দ্রে নালিশ দেয়ায় হামলার শিকার লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা

ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে নালিশ করা হয়ছে। এ ঘটনাকে কেন্দ্র করেই বুধবার (২ জুন) রাতে জেলা শহরের সমসেরাবাদ এলাকার দক্ষিণ কালিবাড়ির সামনে অভিযোগকারী ছাত্রলীগ নেতা শাহীন আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

শাহিন লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রকির অনুসারী হিসেবে পরিচিত। জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সঙ্গে রকির প্রকাশ্য বিরোধ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে লিখিত অভিযোগে শাহিন বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে জেলা সভাপতি শরিফ ঠিকাদারী করে আসছেন। তিনি সাহিদা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের নামে প্রায় ৫ কোটি টাকার কাজ চলছে। জেলা কমিটির মেয়াদ ৩ বছর হলেও এখনো পূর্ণাঙ্গ করতে পারেনি।

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪ বছর, নতুন কমিটি নিয়ে কোন সিদ্ধান্ত নেই। লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি এখন ৬ বছরে পড়েছে, তাও ৯ সদস্যের আহ্বায়ক কমিটি। এ কমিটিতে বিবাহিত ও চাকরিজীবি রয়েছেন। সম্মেলন করে কমলনগর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়ার পর নতুন কমিটির অনুমোদন দিতে পারেনি। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিরও ৬ বছর হয়েছে। এসব অভিযোগ এনে শাহিন তার পদ থেকে অব্যাহতি নেয়ার কথাও জানায় কেন্দ্রীয় শীর্ষ দুই নেতার কাছে।

ঘটনার পরে আহত অবস্থায় শাহিন আলম অভিযোগ করে বলেন, ‘আমার ওপর শরীফের অনুসারীরা হামলা করেছেন। তার ছাত্রত্ব নেই, তবুও তিনি ছাত্রলীগের সভাপতি। জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবুও পূর্ণাঙ্গ করতে পারেনি। বিভিন্ন সময় আবেদন করেও আমার কলেজের নতুন কমিটি দিতে পারেনি জেলা সভাপতি-সম্পাদক।’

এঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ সাংবাদিকদের বলেন, ‘শাহিনের ছাত্রত্ব নেই। কেন্দ্রে তার নালিশ দেয়াটা উদ্দেশ্য প্রণোদিত। একটি পক্ষের হয়ে তিনি আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছেন। তবে কে বা কারা শাহিনের ওপর হামলা করেছেন তা অবগত নই।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করা হয়েছে। ভবিষ্যতে যেন তারা অপ্রীতিকর ঘটনা না ঘটায় এজন্য সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে