Dr. Neem on Daraz
Victory Day
দৌলতদিয়া ফেরিঘাট

ঢাকামুখী মানুষের এখনো ভিড়, দুর্ভোগ ছাড়াই ফেরি পার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৯, ২০২১, ১১:২১ এএম

রাজবাড়ীঃ জেলার দৌলতদিয়া ফেরি ঘাটে এখনো ঢাকা মুখী মানুষের ভীর রয়েছে। 

বুধবার সকাল থেকেই  দৌলতদিয়া  ফেরি ঘাটে  ঢাকা মুখী মানুষের ভীর দেখা যায়। ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরে খুশী যাত্রীরা।

 তবে দুরপাল্লার বাস বন্ধ থাকার কারণে  তিন চাকার যানবাহনে  ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে এসব যানবাহনে শত শত যাত্রী আসছে। মানা হচ্ছে না  স্বাস্থ্যবিধি, নেই সামাজিক  দূরত্ব। আবার অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া  ঘাট কর্তৃপক্ষ জানান, সকাল থেকেই  যাত্রীর চাপ রয়েছে। দৌলতদিয়া  প্রান্তে পারের অপেক্ষায়  কোন যানবাহন  নেই।   এইরুটে ছোট বড় মিলে ১৬ টি চলাচল করছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে