Dr. Neem on Daraz
Victory Day

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রলীগ নেতা আটক


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল,  নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৬:৪০ পিএম
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রলীগ নেতা আটক

সংগৃহীত

নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের বিবদমান দন্দ্বের জের ধরে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

আটককৃত নজরুল ইসলাম ফয়সাল (৩০) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির এনামুল হক মেম্বারের ছেলে। সে কাদের মির্জার প্রতিপক্ষ বাদল গ্রুপের অনুসারী।
 
শনিবার (১৫ মে) রাত পৌনে ৮টার দিকে তাকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার থেকে আটক করে।

সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে এ মাওলা রাজু জানান, আজ সন্ধ্যার পর সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের নেতৃত্বে টেকের বাজারের ব্যবসায়ীদের সাথে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিল। এ সময় পুলিশের একটি টহল দল হঠাৎ আমাদের নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করে ফয়সালকে আটক করে।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে শনিবার মিছিল করতে গেলে তাকে আটক করে পুলিশ।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে