Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০২:১৪ পিএম
চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু

ফাইল ফটো

চট্টগ্রামঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৮, জনের মৃত্যু হয়েছে। এবং নতুন করে ১৮০,জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
 
আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
 
গত ২৪ ঘণ্টায় ১২৩০, জনের শরীরের নমুনা পরিক্ষায় ১৮০, জনের শরীরে করোনার সংক্রমণশনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৮৭ জন। এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৭ জনে দাড়িয়েছে।
 
আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৩৯ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ৪১ জন।
 
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগরীর ৮, এলাকাকে করোনার রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে