Dr. Neem on Daraz
Victory Day

নওগাঁয় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন


আগামী নিউজ | একে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৩:১৪ পিএম
নওগাঁয় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ছবি: আগামী নিউজ

নওগাঁ : দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে নওগাঁয় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় শহরের নওজোয়ান নাঠে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ।

জেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এর বাস্তবায়ন করছে বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন।

বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সেলিম রেজা ডালিম জানান, এই করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে আমরা বাজার থেকে তুলুনামূলক কম মূল্যে মানুষের বাড়ি বাড়ি পৌছে দিতে প্রস্তুত। এতে করে মানুষ একদিকে করোনা ঝুঁকি থেকে নিরাপদে থাকবে এবং দাম ও পূণ্যের মান নিয়ে শতভাব নিশ্চিৎ থাকতে পারবেন।

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে একদিকে খামারিরা লোকশানের হাত থেকে বাঁচবেন ও অন্য দিকে ভোক্তারা ন্যায্য দামে করোনা ঝুঁকি মুক্ত পরিবেশে পণ্য কিনতে পারবেন।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে