Dr. Neem on Daraz
Victory Day

সুবর্ণচরে সাংবাদিকদের মাস্ক দিলেন ওসি


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৯:১০ পিএম
সুবর্ণচরে সাংবাদিকদের মাস্ক দিলেন ওসি

ছবি: আগামী নিউজ

নোয়াখালী: করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় নোয়াখালীর সুবর্ণচরের কর্মরত সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেছেন চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক খন্দকার ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলায় কর্মরত সকল সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিক পুলিশ প্রথম সারির করোনা যোদ্ধা। একসাথে নানান প্রতিকুলতার মধ্যে কাজ করতে হয়।‘সরকারের নির্দেশনা মোতাবেক সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

তিনি আরো বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে আমার মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশের লোগো সম্বলিত ফ্রি মাস্ক বিতরণ; করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ; সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ; সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখা; করোনায় মৃত্যুবরণকারীদের দাফন; পুলিশের অব্যবহৃত স্থাপনা আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মাঝে মাস্ক বিতরণ করছি।’

এ সময় সুবর্ণচরে কর্মরত সাংবাদিকগণ পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন , গ্রামের মানুষকে সচেতন করতে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।’

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে