Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময় 


আগামী নিউজ | মোখলেছুর রহমান,মাগুরা প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৪:২৫ পিএম
মাগুরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময় 

ছবি: আগামী নিউজ

মাগুরা: পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাল্টি স্টেক হোল্ডার স্টিয়ারিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভা মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন ইন বাংলাদেশের আয়োজনে দাতা সংস্থা বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর আশুতোষ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌর সচিব মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, কাউন্সিলর লিয়াকত আলী, সংরক্ষিত কাউন্সিলর মনিরা বেগম, কাউন্সিলর সুরাইয়া ফেরদৌসী, প্রাকটিক্যাল এ্যাকশনের মাগুরা সমন্বয়কারী কর্মকর্তা মো. আব্দুল করিম প্রমুখ।

মত বিনিময় সভায় পৌরবাসীর জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলার লক্ষ্যে পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন অংশগ্রহনকারীরা।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে