Dr. Neem on Daraz
Victory Day

বিয়েতে পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৮:০৬ পিএম
বিয়েতে পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা

ছবি: আগামী নিউজ

নোয়াখালী: সেনবাগে এতিম এক মেয়েকে সম্পূর্ণ নিজ খরচে বিয়ে দিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান স্বপন। 

মঙ্গলবার (৩০ মার্চ)  দুপুরে আ.লীগ নেতা নিজে উপস্থিত থেকে শুভ বিবাহ সম্পন্ন করেন।

স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদু রহিমের বাড়িতে বর যাত্রী ও এলাকাবাসীসহ ৫০জন মেহমানের মেজবানি শেষে ৩ লক্ষ টাকা দেনমোহরে এ বিবাহ সম্পন্ন হয়।

কনে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মৃত আবদুল হক বাবুলে মেয়ে বিবি রহিমা প্রকাশ রিনা, বর পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের হারিছ মাষ্টার বাড়ির মফিজ উল্লাহ ছেলে মো. জহিরুল ইসলাম।

সাইদুজ্জামান স্বপন অভিভাবকদের উপস্থিতিতে কনে রিনাকে বর জহিরুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মো.আজাদ হোসেন, আ.লীগ নেতা আবু তাহের, কাবিলপুর ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মহিন উদ্দিন প্রমূখ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে