Dr. Neem on Daraz
Victory Day
পুলিশের উপর হামলা

সিরাজগঞ্জে কাউন্সিলর ও আ. লীগ নেতাসহ ৫জন কারাগারে


আগামী নিউজ | রানা আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৭:৪২ পিএম
সিরাজগঞ্জে কাউন্সিলর ও আ. লীগ নেতাসহ ৫জন কারাগারে

ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জ:  টাকা ভাগবাটোয়ারা নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের উপর হামলায় ঘটনায় কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতাসহ ৫জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০) মার্চ বিকেলে আটককৃতদের সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে হোসেন আলী (৩৬), দত্তবাড়ী এলাকার কিসমত আলীর ছেলে আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন (৫০), একই এলাকার ফিরোজ সেখের ছেলে সেখ আকাশ (২৪), চক কোবদাসপাড়া গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে আব্দুল জলিল (৫২), সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটাঙ্গা গ্রামের দ্বীন মোহাম্মাদ দুলাল চাকলাদারের ছেলে রাসেল হোসেন চাকলাদার (২০)।

এর আগে সোমবার (২৯মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার চক- কোবদাসপাড়া ও দত্তবাড়ী মহল্লায় ইউনাইটেড কনসোডিয়ামের মাধ্যমে হুন্দায় প্রজেক্ট (কাজীপুর নৌকা ঘাট) এলাকায় সিসি ব্লকের টাকা ভাগ- বাঁটোয়ারা নিয়ে কাউন্সিলর হোসেন আলী ও আওয়ামী লীগ নেতা বেলাল গংয়ের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বাঁধে। এতে বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানসহ তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।

এ ঘটনায় সোমবার রাতে সিরাজগঞ্জ ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুজ্জামান বাদী হয়ে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ৩৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০/৫০ জনের নাম দিয়ে সদর মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আখতার বলেন, পুুুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কাউন্সিলরসহ ৫জন আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে