Dr. Neem on Daraz
Victory Day

বগুড়া পৌরসভায় দায়িত্ব হস্তান্তর


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০৩:২১ পিএম
বগুড়া পৌরসভায় দায়িত্ব হস্তান্তর

ছবি: আগামী নিউজ

বগুড়া: বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশাসহ নতুন পৌর পরিষদ দায়িত্ব বুঝে নিয়েছেন।

সোমবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে পৌর ভবনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় সদ্য বিদায়ী মেয়র এ্যাড. মাহবুবুর রহমানসহ পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী মেয়র ফুল দিয়ে নবাগত মেয়রকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দেশের বৃহত্তম বগুড়া পৌরসভার নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। এছাড়া ২১ টি সাধারণ ওয়ার্ড এবং ৭টি সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। 

তারা গত ২৩ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনের নিকট শপথ বাক্য পাঠ করেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে