Dr. Neem on Daraz
Victory Day

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০২:৫১ পিএম
আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে এলিম সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়ির এলাকার হাজী  ফজল হক সরকারের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত এলিম সরকার ওই এলাকার হাজী ফজল হকের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী পাশের বাড়ি চার তলায় নির্মাণ কাজ দেখতে যায়। এর মধ্যে কোনো এক সময় ওই বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলিমকে কুপিয়ে জখম করে। পরে তার স্ত্রী বাসায় এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে