Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে স্বামী-স্ত্রী নিয়ে ‌কাপল সমাবেশ


আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৯:১২ পিএম
ধামইরহাটে স্বামী-স্ত্রী নিয়ে ‌কাপল সমাবেশ

ছবি: আগামী নিউজ

নওগাঁ: জেলার ধামইরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল্লী সমাজের উদ্যোগে স্বামী-স্ত্রী উভয়ের সমন্বয়ে কাপল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মহব্বতপুর ৩ নম্বর পল্লী সমাজের উদ্যোগে ১৩ জোড়া কাপল (স্বামী-স্ত্রী) উভয়কে নিয়ে মিটিং পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন।

ব্যতিক্রমী এই কাপল মিটিংয়ে পরিবারের প্রতিদিনের বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত, পরিবারের সম্পদ ব্যবস্থাপনায় নারীকে যুক্ত করা, মতামত গ্রহণ, নারী ও পুরুষ উভয়ে মিলে সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন প্রক্রিয়ায় উভয়ে দায়বদ্ধা তৈরী ও সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় বলে মিটিংয়ে আলোকপাত করা হয়। 

এসময় ধামইরহাট ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রেহেনা পারভীন, সভাপ্রধান রেনুয়ারা, সমাজসেবক আলতাব হোসেন প্রমুখ সভায় বক্তব্য প্রদান করেন।  
 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে