Dr. Neem on Daraz
Victory Day

শপথ নিয়ে আবারও কারাগারে কাউন্সিলর


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০২:৫৯ পিএম
শপথ নিয়ে আবারও কারাগারে কাউন্সিলর

সংগৃহীত

বগুড়া: নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে শপথ নিতে প্যারোলে মুক্ত হওয়ায় কয়েক ঘন্টা পরই শপথ নিয়ে আবার কারাগারে গেছেন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম।

জানা গেছে, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোটর মালিক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের বিজয়ী হন। 

মঙ্গলবার (২৩ মার্চ) রাজশাহী শিল্পকলা একাডেমীতে বগুড়ার মেয়র সহ ২৭জন কাউন্সিলর শপথ নেন। এদিকে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম আদালতের নির্দেশে কারাগারে থাকায় তাকে প্যারোলে মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি তার শপথ বাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। এ সময় বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্যারোলে মুক্ত হয়ে হলুদ পাঞ্জাবি পড়ে জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে শপথ নেন জেলহাজতে থাকা কাউন্সিলর আমিনুল ইসলাম। শপথগ্রহণ শেষে তাকে আবারো পুলিশী প্রহরায় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী বগুড়ায়  মোটর মালিক সমিতির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায়  একটি মামলায় আসামী হন কাউন্সিলর আমিনুল ইসলাম। ওই মামলায় গত ৪ মার্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা না মুঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে