Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় দুই হোটেলকে ৮ লাখ টাকা জরিমানা


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২১, ০৯:০০ পিএম
বগুড়ায় দুই হোটেলকে ৮ লাখ টাকা জরিমানা

সংগৃহীত

বগুড়া : উত্তরবঙ্গের স্বনামধন্য দুই হোটেলকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা করে সর্বমোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দিনব্যাপী বগুড়ার ছিলিমপুর ও নওদাপাড়া এলাকায় এই অভিযান চালান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান।

অভিযানে চারতারকা হোটেল নাজ গার্ডেনে মেয়াদ উত্তীর্ণ ও পচাবাসি খাবার রাখার অভিযোগে ৪ লাখ টাকা এবং একই অভিযোগে নওদাপাড়ার পাচঁতারকা হোটেল মম ইনের ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা আসলাম উদ্দিন, বগুড়া জেলা খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, নিরাপদ খাদ্য পরিদর্শক রামচন্দ্র সাহা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেলা খাদ্য কর্মকর্তা চিন্মায় প্রামানিক আগামীনিউজকে জানান, মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারা মোতাবেক দুই হোটেল থেকে জরিমানা আদায় করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে