Dr. Neem on Daraz
Victory Day

 বসুরহাটে নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৮:৪২ পিএম
 বসুরহাটে নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন

ছবি: আগামী নিউজ

নোয়াখালী: কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে আ’লীগের দু’পক্ষের গোলাগুলিতে নিহত সিএনজি চালক ও যুবলীগ কর্মী আলাউদ্দিনের (৩২) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে বাড়িতে মরদেহ পৌঁছায়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বাড়ির সামনে জানাজা শেষে বাদলের পৈত্রিক কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়া হয়।

সেখানে মরহুমের ঘনিষ্ঠজন ও এলাকাবসীর উপস্থিতিতে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, চরকালী সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমূখ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে