Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া


আগামী নিউজ | মো: জাহিদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০৩:২২ পিএম
কুড়িগ্রামে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, অধ্যক্ষ রীতা রানী দেব, কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার, সদর পিআইও খন্দকার মো. ফিজানুর রহমান প্রমুখ।
 
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ডেমো প্রদর্শনগুলো কাছ থেকে অবলোকন করেন। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্পটে মহড়া আয়োজন করা হবে বলে জানানো হয়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে