Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ার এমপি জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ১১:৫৩ এএম
বগুড়ার এমপি জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা

সংগৃহীত

বগুড়াঃ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ফেব্রুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ নম্বরে এই মামলা দায়ের করেন কমিশনের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, মামলার এজাহারে তার বিরুদ্ধে ১কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বগুড়া-১ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে সম্পদ বিবরনী পাঠানোর জন্য নোটিশ দিয়েছিল দুদক। এরপর অনুসন্ধান শেষে মঙ্গলবার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে