Dr. Neem on Daraz
Victory Day
কারচুপির অভিযোগে

শিবগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১, ০৪:২৫ পিএম
শিবগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

আগামী নিউজ

বগুড়াঃ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন ভোট বর্জন করেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষনা দেন।

এসময় তিনি বলেন, সকাল থেকেই পৌর এলাকার ১১টি ভোট কেন্দ্রেই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মেরেছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেও কোন লাভ হয়নি।

তিনি আরো অভিযোগ করেন, সবুজ রংয়ের টুপি পড়ে আওয়ামী লীগের কর্মী সর্মথকেরা ঘুরে ফিরে ভোট দিচ্ছে। তাদের প্রশাসন কিছু বলছে না।

উল্লেখ্য, বগুড়ার  শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীসহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে