Dr. Neem on Daraz
Victory Day

সুবর্ণচরে খোকন বাহিনীর প্রধান ডাকাত আটক


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৪:৪৬ পিএম
সুবর্ণচরে খোকন বাহিনীর প্রধান ডাকাত আটক

আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের ভূঁইয়ারহাট থেকে হাতিয়ার মেঘনা ও গাসিয়াস চরাঞ্চলের ত্রাস এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন বাহিনীর প্রধান ওরফে খোকন ডাকাত (৫০) কে আটক করেছে চর জব্বর থানা পুলিশ।
 
আটককৃত খোকন লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের চর গজারিয়া এলাকার ইসলাম মাঝির ছেলে।

চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চর হাসান গ্রামের ভূঞারহাট থেকে তাকে আটক করা হয়। সে চরজব্বর থানার একটি অস্ত্র মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্টভূক্ত আসামী।
 
তিনি আরও জানান, বৃহস্পতিবার  দুপুর ১২টায় আটককৃত খোকন ডাকাতকে আদালতে হাজির করলে, বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে।
 
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে খোকন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের দুর্গম চর গজারিয়া-তেলিরচরে ঘাঁটি গড়ে।
 
এখান থেকেই লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর, ভোলার মনপুরা ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর মোহনা এলাকায় অনেকটা নির্বিঘে চলছে তার ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, বন উজাড়, চরের জমি দখল ও বিক্রি। তিন জেলায় তার অপকর্মের সঙ্গী তিন ভাইসহ ৪০ অনুসারী।
 
তারা হলো ভাই খসরু, জমির, ফখরুল ইসলাম ফখরা, অনুসারী শেখ ফরিদ ওরফে শেকু, ওয়াজ উদ্দিন, ফখরুল, মফিজ, জমির, শেখ ফরিদ, নজরুল ইসলাম, আজিম, আবদুর রব, ইউছুফ, মুরাদ, মিরাজ, ফেরদাউস, সাদ্দাম, মো. শহিদ, রিয়াজ, আবু তাহের, মতিন, মহিউদ্দিন, আজাদ, আরজু ওরফে আরজুন্নাহ, মনির, বেলাল, মাকসুদ, ছোট রিয়াজ, আবুল খায়ের, ভুট্টু, নাছির, সেলিম, মিজান, জাকের, জসিম, আলমগীর, ইব্রাহিম, হুমায়ুন প্রমুখ। তাদের দিয়েই চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন, ডাকাতি, জমি দখল ও বিক্রি করা হয়। তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ভোলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে