Dr. Neem on Daraz
Victory Day

কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন


আগামী নিউজ | শাহ মোঃ সারওয়ার জাহান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৬:৫৪ পিএম
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

আগামী নিউজ

কিশোরগঞ্জঃ শহরের পুরাতন থানার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এ পুলিশ বক্সের উদ্বোধন করেন।

বক্স উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, ইন্সপেক্টর জয়নাল আবেদীন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এ.কে.এম ইয়াকুব, ট্রাফিক ইন্সপেক্টর আবেদ আলী, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শাহজাহান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ খান প্রমুখ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ ভালো থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে দেশের উন্নয়ন হয়। তিনি আরও বলেন, যানজট নিরসনে ও সড়কে যে কোন ধরণের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে সবার আগে এগিয়ে আসে ট্রাফিক পুলিশ।

প্রাকৃতিক দুর্যোগসহ ঝড়-বৃষ্টির সময় আশ্রয় নেয়ার মত তাদের কোন জায়গা থাকে না। সব দিক বিবেচনায় পুরাতন থানার মোড়ে এ ট্রাফিক বক্সটি চালু করা হয়েছে। কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তারা বিভিন্ন যানবাহনের তথ্যাদি তাৎক্ষণিক যাচাই বাছাই করতে পারবে। চার ঘন্টা অন্তর অন্তর কর্তব্যরত ট্রাফিক পুলিশরা তাদের দায়িত্ব পালন করবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে