Dr. Neem on Daraz
Victory Day

রঘু‍‍’দার স্মৃতি রক্ষার্থে বালিয়াকান্দি মহাশ্মশানে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ০৯:৪২ পিএম
রঘু‍‍’দার স্মৃতি রক্ষার্থে বালিয়াকান্দি মহাশ্মশানে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে

সংগৃহীত

রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার বলেছেন, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির বলতে আমরা রঘু নন্দন সিকদারকে বুঝি। 
 
আজ রঘু দা আমাদের মাঝে নেই। কিন্তু তার স্মৃতি এখনো রয়েছে। এই মন্দিরের সকল জায়গায় রঘু'দার ছোঁয়া রয়েছে। তাই রঘু'দার স্মৃতি রক্ষার্থে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দিবো। যা দিয়ে মন্দির কমিটি তাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবে। 
 
শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দূর্গা পুজা মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় তিনি রঘু নন্দন সিকদারের স্মৃতি রক্ষার্থে মন্দিরের উন্নয়নের জন্য তাৎক্ষনিক ২ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।
 
এসময় উপস্থিত জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, আব্দুল ছাত্তার খান, রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস প্রমুখ।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে