Dr. Neem on Daraz
Victory Day
মিরপুরে

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০, ১০:১৮ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকসেদুল (২৫) ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আফজাল হোসেন জানান, মিরপুর-১০ ডিওএসএইচ এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোকসেদুল। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায়ও অবগত করা হয়েছে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে