Dr. Neem on Daraz
Victory Day

তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০, ০৮:৪০ পিএম
তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ছবি সংগৃহীত

সাতক্ষীরাঃ  জেলায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।  গতকাল শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে ভুক্তভোগী তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানি করার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

আটককৃত ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী।  সে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ছাত্রলীগ নেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় ওই তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন হাতেনাতে ধরে পুলিশে দেয়।  এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১০ ধারায়) মামলা দায়ের করেন।  অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে শনিবার বিকেল তিনটার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে