Dr. Neem on Daraz
Victory Day
ধরলার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার

ফুলবাড়ীতে ফের বন্যার আশঙ্কা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১০:৩১ পিএম
ফুলবাড়ীতে ফের বন্যার আশঙ্কা

ছবি; সংগৃহীত

কুড়িগ্রামঃ উজানের ঢলে জেলার ফুলবাড়ীতে ধরলা,নীল কমল ও বারোমাসিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বন্যার আশংকা করেছেন ধললা পাড়ের হাজারও মানুষ। এতে করে নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। 

উপজেলার শিমুলবাড়ী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস থাকলেও এ উপজেলার বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় টা পর্যন্ত শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার দুপুর থেকে এ উপজেলায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত আকাশে মেঘের উপস্থিতিসহ বৃষ্টিপাত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, গত দুই তিনদিন ভারতে ভারি বৃষ্টিপাত হওয়ায় উজানের ঢলে জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী দুই দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

নির্বাহী প্রকৌশলী বলেন, ‘নদ-নদী অববাহিকার কিছু চরসহ নিম্নাঞ্চল প্লাবিত হলেও এ উপজেলায় সার্বিকভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস নেই। আশা করছি দু’একদিনের মধ্যে বৃষ্টিপাত কমে গিয়ে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে। 

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে