Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অর্থ  দণ্ড 


আগামী নিউজ | রাজবাড়ী (বালিয়াকান্দি) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২০, ০৯:৫৩ পিএম
বালিয়াকান্দিতে ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অর্থ  দণ্ড 

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও নগদ অর্থ  আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ৩ মে দুপুরে বালিয়াকান্দি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ বাজার অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ বাজার অভিযান পরিচালনাকালে মূল্যে তালিকা প্রদর্শন না করা ও নকল বিড়ি বিক্রির দায়ে কালাচাঁদ ষ্টোরকে ৩ হাজার টাকা এবং মূল্যে তালিকা প্রদর্শন না করার দায়ে কুন্ডু ট্রের্ডাসকে ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে বাজারে ব্যবসায়ীদেরকে আদা সহ বিভিন্ন কাচাঁমাল অতিরিক্ত দামে যাতে বিক্রি না করার পরামর্শ দেয়া হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. পনিরুজ্জামান পনির উপস্থিত ছিলেন।

আগামী নিউজ/ আনিক/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে