Dr. Neem on Daraz
Victory Day

২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭৩ জন হোম কোয়ারেন্টিনে


আগামী নিউজ | সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৪:৫৯ পিএম
২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭৩ জন হোম কোয়ারেন্টিনে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরো নতুন ২৭৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৭ দিনে বিদেশফেরত সাতক্ষীরার ৯৬২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন একজন।

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৬৭ জন, আশাশুনি উপজেলায় ৫৫ জন, দেবহাটা উপজেলায় ১২১ জন, কালিগঞ্জ উপজেলায় ১৫৭ জন, কলারোয়া উপজেলায় ২৯৬ জন, শ্যামনগর উপজেলায় ১৪৩ জন ও তালা উপজেলায় ১২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এদিকে বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৯ হাজার ৩২৫ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টিনের বাইরে রয়েছে ৮ হাজার ৩ শ’ ৬২ জন।

সাতক্ষীরা জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সকল প্রবাসীদেরকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ শাসন ও স্বাস্থ্য বিভাগ।

আগামীনিউজ/আসাদুজ্জামান/সুমন/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে