Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ নেতাকে অব্যাহতি


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২০, ০৪:৩২ পিএম
ঠাকুরগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ নেতাকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক (৩) তুহিন তনুকে  দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন বলেন, তনু  মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এছাড়াও সে মানুষকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করে। এজন্য তাকে যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর ‘ক’ ধারা অনুযারী দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তনুর বাড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কিন্তু সে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক (৩) হওয়ায় দলটির কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

আগামী নিউজ/টিএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে