Dr. Neem on Daraz
Victory Day

ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ


আগামী নিউজ | যশোর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৮:১৫ পিএম
ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এই পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

রবিবার (২৬শে জানুয়ারি) সকাল থেকে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সোববার সকাল থেকে আবার সব কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলবে। 

বেনাপোল স্থল বন্দরের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল জলিল আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। আগামীকাল সোমবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। 

আগামী নিউজ/টিএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে