Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে মন্দিরের নিরাপত্তায় ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৮:৩৩ পিএম
লক্ষ্মীপুরে মন্দিরের নিরাপত্তায় ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ

লক্ষ্মীপুরঃ  হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

দেবালয়/মন্দিরের নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা পরিষদের অর্থায়নে ৩৩টি পূজা মন্ডপে এই সিসি ক্যামেরা বিতরণ করা হয়। 

রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরা গুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

 আইনশৃংখলা বজায় রাখার পাশাপাশি সবাইকে সুন্দর পরিবেশে পূজা আয়োজন করার আহ্বান জানান তিনি। এছাড়া কোন অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকার অনুরোদ জানান জেলা প্রশাসক।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে