Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় গণ অনশন ও গণ অবস্থান


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৪:৫০ পিএম
নেত্রকোণায় গণ অনশন ও গণ অবস্থান

ছবি: আগামী নিউজ

নেত্রকোণা: “ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার ” এই শ্লোগানে সারা দেশে সাম্প্রাদায়িক ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা এবং বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘর-বাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হিন্দুদের হত্যার প্রতিবাদে গণ-অনশন ও গণ-অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার  আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সুব্রত সরকার মানিকের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা মেডিক্যাল কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রঞ্জন কুমার কর্মকার, সংগঠনের প্রধান উপদেষ্টা নির্মল কুমার দাস, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক চপল দত্ত, আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষক লিটন পন্ডিত, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার লিগ্যাল-এইড সম্পাদক মঞ্জু রানী সরকার, জেলা যুবমহিলা লীগের সভাপতি অনিতা নন্দী, মহিলা ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শিল্পী ভট্রাচর্য্য, নেত্রকোণা সদর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ কুমার সাহা রায় প্রমুখ।

এসময় বক্তারা বলেন- সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ট্রাইব্যুনাল গঠন সহ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন চাই, সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা চাই।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে