Dr. Neem on Daraz
Victory Day

নলছিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


আগামী নিউজ | আব্দুর রাজ্জাক সিকদার, ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ০৫:২২ পিএম
নলছিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ছবি: আগামী নিউজ

ঝালকাঠিঃ জেলার নলছিটিতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার ( ৫মে) সকালে শহরের টিঅ্যান্ডটি সড়ক থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। প্রথম দিনের অভিযান ৮টি দোকান ঘর ভেঙে ফেলা হয়েছে।

অভিযানের আগে অবৈধ দোকান মালিকদের তাদের মাল সরানোর জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়। দোকানিরা মাল সরানোর পর শুরু হয় উচ্ছেদ অভিযান। 

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, শহরের রাস্তার পাশে সরকারি জমি দখল করে অবৈধ দোকান নির্মাণ করেন কয়েকজন অসাধু ব্যবসায়ী। রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বারবার সতর্ক করার পরও দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি। তাই জনগণের বৃহৎ স্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে