Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বরিশালে মৃত্যু ১০০


আগামী নিউজ | নূর নবী জনী, বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ১০:৩৫ এএম
করোনায় বরিশালে মৃত্যু ১০০

বরিশালঃ বরিশাল জেলায় করোনা আক্রান্ত হয়ে ‍মৃত্যুর সংখ্যা দাড়ালে ১০০ জনে। নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে বরিশাল নগরীর ১৩ জন।

শুক্রবার শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ২ জন মৃত্যু হয়েছে। ফলে বরিশাল জেলায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০০ তে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও ভোলার আরটি পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে বরিশাল নগরের ১৩ জন ছাড়াও বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, মেহেন্দিগঞ্জের ৩ জন, হিজলা ১ জন, বাবুগঞ্জে ৭ জন, আগৈলঝাড়ায় ৩ জন, বানারীপাগায় ১ জন এবং উজিরপুর উপজেলার ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন।

জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যারমধ্যে মৃত্যু হয়েছে ১শ জনের।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে