Dr. Neem on Daraz
Victory Day

সাভারে আবারো মেয়র হলেন গণি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ১২:৫২ পিএম
সাভারে আবারো মেয়র হলেন গণি

সংগৃহীত

ঢাকাঃ জেলার সাভার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আব্দুল গণি আবারো জয়ী হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে সাভারের সরকারি কলেজে ফলাফল ঘোষণা করেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খাঁন।

ভোট চলাকালে নির্বাচন কমিশনার ইসি মাহবুব তালুকদার সাভার পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না।

অন্যদিকে ভোটগ্রহণের শেষের দিকে বিকাল ৪টায় ১ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রের কাউন্সিলর তিন প্রার্থী ভোট কারচুপির অভিযোগ তোলেন। এমন আরও কয়েকটি ঘটনা দিয়ে শনিবার সাভার পৌরসভা নির্বাচন শেষ হলো।

ফলাফল ঘোষণার সময় ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খাঁনের কাছে পাওয়া তথ্য মতে আওয়ামী লীগের প্রার্থী হাজি আব্দুল গণি নৌকা প্রতীকে ৫৬ হাজার ৮০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোশাররফ হোসেন হাত পাখা প্রতীকে ৯৯৪ ভোট পেয়েছেন ও বিএনপির রেফাত উল্লাহ ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৩৩০ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, ১ লাখ ৮৮ হাজার ৮৮ জন ভোটারের সাভার পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪০ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে