Dr. Neem on Daraz
Victory Day

বাংলার টাইগারের ওজন ৩০ মণ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ০৬:৩৭ পিএম
বাংলার টাইগারের ওজন ৩০ মণ

সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার সরখোলা-ধোপাদি গ্রামের মাঝ এলাকায় অবস্থিত দারুল আসাদ খামারবাড়িতে ‘বাংলার টাইগারকে’ একনজর দেখতে প্রতিদিন দূর-দূরন্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। ৩০ মণ ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ।

বৃহস্পতিবার দারুল আসাদ খামারবাড়ির উদ্যোক্তা মো. আসাদুর রহমান জানান, সাড়ে তিন থেকে চার বছর ধরে খামারে ‘বাংলার টাইগারকে' অতিযত্নে লালন-পালন করেছেন তিনি। গরুটির ওজন ৩০ মণ হবে। তার দাঁতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। ওই খামারের সবচেয়ে বড় গরু হলো ‘বাংলার টাইগার'। এ বছরের কোরবানি ঈদে করোনা মহামারীর মধ্যেও ‘বাংলার টাইগারকে' ১০ লাখ টাকা মূল্যে বিক্রি করতে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, তার এই খামারে এক লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৯ লাখ টাকা পর্যন্ত কোরবানির গরু রয়েছে আরও ১৬টি। তা ছাড়া ঈদে গরুগুলো কিনতে চাইলে ০১৭১১-৩৭৫৪৯৮ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার সকালে সরেজমিন খামারে গিয়ে দেখা যায়, খামারের সবচেয়ে বড় গরু ‘বাংলার টাইগারকে' খামার থেকে ওঠানে নামাতে গিয়ে ৪-৫ লোক হিমশিম খাচ্ছেন।

গরুটিকে দেখতে আসা মোশাররফ আলম বলেন, এত বড় গরু সাধারণত হাটে দেখতে পাওয়া যায় না। তাই ‘বাংলার টাইগারের' খবর শুনে তিনি গরুটিকে দেখতে এসেছেন।


আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে