Dr. Neem on Daraz
Victory Day

নিষিদ্ধ ১ টন আফ্রিকান মাগুর জব্দ, মালিককে অর্থদণ্ড


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৮:৫৯ পিএম
নিষিদ্ধ ১ টন আফ্রিকান মাগুর জব্দ, মালিককে অর্থদণ্ড

ছবি সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় মাছের খামারে অভিযান চালিয়ে এক টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আলমগীরে হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ম্যাজিট্রেট আলমগীর হোসেন জানান, মাছের খামারটিতে অত্যন্ত গোপনীয়ভাবে অবৈধভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুরের চাষাবাদ করে আসছিলেন এক খামারী। খামারটি জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে ইকবাল নামে এক ব্যক্তি এই মাছ চাষ করেন।

অভিযান কালে জমির মালিক খামারের মালিককে উপস্থিত করতে না পারায় খামারের যাবতীয় মাছ জব্দ করার পাশাপাশি জমির মালিককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা মৎস্য অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে