Dr. Neem on Daraz
Victory Day

ব্যাগ থেকেই নবজাতকের কান্নার আওয়াজ


আগামী নিউজ | নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২০, ১০:০৯ এএম
ব্যাগ থেকেই নবজাতকের কান্নার আওয়াজ

ছবি সংগৃহীত

নওগাঁ: জেলার বদলগাছীতে রাতের অন্ধকারে ব্যাগে ভরে এক মেয়ে নবজাতককে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (০৫ জুন) রাতে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশে একটি গাছের নিচে পথচারীরা নবজাতককে দেখতে পান। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে সড়কের পাইকড়তলী মোড়ে এক পথচারী কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি আরেক পথচারীকে পেয়ে আশপাশে খোঁজ করে একটি গাছের নিচে ব্যাগের ভেতর নবজাতককে পান। ঘটনাটি পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়পুর পুলিশ ফাঁড়ির পরির্দশক মনিরুল ইসলাম বলেন, নবজাতকের বয়স ৩ থেকে ৪ দিন হবে। এমন ফুটফুটে মেয়ে নবজাতককে কে বা কারা ফেলে গেলেন, বুঝতে পারছি না। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, নবজাতক সুস্থ আছে। পরে ফাঁড়ির পাশে এক নারীর জিম্মায় নবজাতককে দেওয়া হয়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে