Dr. Neem on Daraz
Victory Day

জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে রামগঞ্জে বৃদ্ধের মৃত্যু, লকডাউন


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ১০:৪০ পিএম
জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে রামগঞ্জে বৃদ্ধের মৃত্যু,  লকডাউন

 লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের (৫০) মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা সন্দেহে ওই বৃদ্ধের বাড়ির ৫টি পরিবারকে লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বেলা ১১টার দিকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় রক্তের নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতালে ভর্তির জন্য বলা হয়। কিন্তু স্বজনরা ভর্তি না করে গোপনে বাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এর পরপরই রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামে ওই বৃদ্ধের বাড়ির ৫টি পরিবার লকডাউন রাখা হয়েছে।


রামগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার রওশন জামিল জানান, মৃত ব্যক্তির জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল। হাসপাতালে ভর্তি না করে স্বজনরা গোপনে বাড়ি নেয়ার পথে তিনি মারা যান। পরে ওই বাড়ির ৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লকডাউনে থাকবে।


আগামীনিউজ/তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে