Dr. Neem on Daraz
Victory Day

সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ৯৯ জন হোম কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | সাতক্ষীরা প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৩:২১ পিএম
সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ৯৯ জন হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৯৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে, ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩১০ জনকে। এ নিয়ে, এ পর্যন্ত মোট ২,৬৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অন্যদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এক যুবক।তবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম। 

এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও ভারতে লকডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। তবে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

আগামীনিউজ/আসাদুজ্জামান/সুমন/মিজান  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে