Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দুজনের মৃত্যু


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০২:৫৭ পিএম
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুদিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে ওই পরিবারের আরো তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় স্কুল শিক্ষক সেলিনা পারভীন লাভলি পরিবারের বরাত দিয়ে জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড় ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগমও অসুস্থতা বোধ করলে স্বজনরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে তিনিও মারা যান। এ ঘটনার পর ওই পরিবারের আরো তিনজন অসুস্থ হয়ে পরলে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারণ অনুসন্ধানে পরিদর্শন করেছেন। কি কারণে তারা মারা গেলেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ্য হয়ে ভর্তি আছে তারা বর্তমানে ভাল আছেন বলে জানান তিনি।

আগামীনিউজ/শামসুল/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে