জীবনের মায়া কি এতোই তুচ্ছ!

ড. নিম হাকিম এপ্রিল ২৮, ২০২১, ০৩:১৪ পিএম
ছবিঃ সংগৃহীত

বেঁচে থাকলে অনেক  উৎসব পাওয়া যাবে কিন্তু জীবন না থাকলে আর উৎস পাওয়া যাবে না। জীবন শেষ তো সব শেষ। 

কিন্তু এই অমোঘ সত্যটি আমরা উৎসবপ্রিয় বাঙালী জাতি মোটেও উপলব্ধি করতে পারছি না। প্রতিবেশী দেশ ভারতে করোনার ভয়াবহতা দেখেও আমাদের হুঁশ হচ্ছে না।
 
ভারতে ট্রিপল ষ্ট্রেইনের করোনার মৃত্যু যজ্ঞে সারাবিশ্ব যখন আতংকিত তখন আমরা ঈদ উৎসবের কেনাকাটায় আমরা হাটে-বাজারে বা শপিংমলে ব্যস্ত।
 
প্রতিনিয়ত দেশ-বিদেশের এতো মৃত্যু এতো  আক্রান্ত আমাদের মনে একটুও ভীতি সঞ্চার করছে না। আমরা কেউই সরকারি কোন নির্দেশনা মানছি না।
 
জীবনের মায়া কি আমাদের কাছে এতোই তুচ্ছ!
 
আগামীনিউজ/এএস