চাটুকারদের কারণে রাজনীতিতে ভালো মানুষ কমছে : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২০, ১২:২২ পিএম

ঢাকা : চাটুকারদের কারণে রাজনীতিতে ভালো মানুষ কমছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি বলেছেন, ‘এই সমাজে ভালো মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। তবে খারাপ মানুষ চাটুকারিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই চাটুকারদের কারণে রাজনীতিতে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের বন্দরের কদমরসুল এলাকায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণসভায় শামীম ওসমান এ কথা বলেন।

তিনি দুঃখ করে বলেন, ‘রাজনীতিটাই এখন রাজনীতিবিদদের কাছে অনেকটাই অনুপস্থিত। এখন অনেকেই রাজনীতি করেন মঞ্চের পাশে এসে চেহারা দেখানোর জন্য এবং সেই চেহারাকে পরে পুঁজি করে নিজের আর্থিক মুনাফার জন্য।’

শামীম ওসমান বলেন, ‘আমি স্পষ্টভাষী লোক, স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষ ও খারাপ মানুষ যেখানে আছে, রাজনীতির ভেতরেও ভালো মানুষ ও খারাপ মানুষ আছে।’

‘মানুষ অনেক কথা বলতে পারে। রাজনীতিতে পকেট ভরার জন্যই অনেকের সৃষ্টি হয়। পকেট খোলার জন্য খুব কম মানুষ থাকে। পকেট থেকে পয়সা বের করে দিতে কষ্ট হয় অনেকের। সেই অর্থ যদি তার শ্রমের অর্থ হয়, সেই অর্থ দিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। লুটের টাকা খরচ করা যায় রাজনীতিতে চমক সৃষ্টি করার জন্য’ যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

আগামীনিউজ/সবুজ