বেইমান আর বিশ্বাসঘাতক মুসলিম রাষ্ট্র  প্রধান 

- ড. নিম হাকিম - অক্টোবর ৩, ২০২৫, ০৮:৩৫ পিএম

বেইমান আর বিশ্বাসঘাতক মুসলিম রাষ্ট্র  প্রধান 
- ড. নিম হাকিম -


নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ফিলিস্তিনি মুসলিম ভাইদের সাথে বেইমানী আর বিশ্বাসঘাতকতা করা সৌদি আরব, মিশর, জর্ডান, আরব আমিরাত, কাতার তুরস্ক,পাকিস্তান আর ইন্দোনেশিয়ার রাষ্ট্র প্রধানদের ধিক্কার জানান। তারা যেন আল্লাহর গজবের জন্য অপেক্ষায় থাকে।একদিন না একদিন এসব রাষ্ট্র প্রধানরাও দেখবে তাদের লজ্জাজনক পরাজয় আর যন্ত্রণাদায়ক মৃত্যু! 
 এদের কারণে আজ নিরীহ ৬৫ হাজার নিরাপরাধ ফিলিস্তিনি মুসলিম নারী পুরুষ আর শিশু হত্যার শিকার হয়েছে আর পংগু হয়েছ দেড় লক্ষাধিক। খাদ্য, চিকিৎসা আর পানির অভাবে মরছে শিশু আর বয়োবৃদ্ধরা। ঠিক যেন কারবালার নবী বংশের প্রতি এজিদের নির্মমতা!
 কোন আরব দেশে এর প্রতিবাদ নেই,তারা চেয়ে চেয়ে এই নির্মম হত্যাযজ্ঞ দেখছে আর আনন্দ ফুর্তিতে মত্ত রয়েছে। আমেরিকা আর ইহুদিদের পা চাটা এসব রাষ্ট্র প্রধানরা কি মুসলমান হিসেবে মুসলমানদের প্রতি কর্তব্যে পবিত্র কুরআন আর হাদিসের নির্দেশনা ভুলে গেছে? মনে হচ্ছে তারা বিচার দিবসে আল্লাহর কাছে জবাব দিহির কথাও ভুলে গেছে! সারা বিশ্বের পীর মাশায়েখ, আলেম ওলামা, ইসলামী স্কলার, ইসলামী রাজনৈতিক দল কোথায়?  ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতি কি দাদের কোনও দায়িত্ব নাই?
রোজ হাশরে এসব দায়িত্ববান্দের যে কি দশা হবে তা মনে করে আমার ভীষণ ভয় হচ্ছে!
সর্বোচ্চ ও সুমহান আল্লাহর সুবিচারের অপেক্ষায় যেন এ সব মুসলিম রাষ্ট্র প্রধান আর দায়িত্ববান মুসলিম ভাইয়েরা থাকে।।