বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া অন্যায় মনে করছেন শোয়েব

খেলাধুলা ডেস্ক নভেম্বর ১৫, ২০২১, ১২:৩৬ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে বিষয়টি যেন মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার মতে, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার দাবীদার ছিলেন বাবর আজম।

পাকিস্তান অধিনায়ক বাবর ব্যাট হাতে দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছেন। দল সেমিফাইনালে নাটকীয় পরাজয় বরণ করলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বাবরের দলকে। কিন্তু ব্যাট হাতে তিনিই আছেন সবার শীর্ষে।

৬ ইনিংসে ৩০৩ রান করা বাবর টুর্নামেন্টের একমাত্র ব্যাটার যিনি ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। আছে চারটি অর্ধশতক। সুপার টুয়েলভে দলকে পাঁচ ম্যাচের সবকয়টিতে জেতাতে রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা।

বাবরকে টুর্নামেন্ট সেরার খেতাব না দেওয়ায় স্পষ্টভাবে ক্ষোভ প্রকাশ করে শোয়েব টুইট করেছেন।

টুইটে শোয়েব লিখেছেন, ‘বাবরকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে দেখতে আমরা মুখিয়ে ছিলাম। কোনো সন্দেহ নেই, এটা অন্যায় সিদ্ধান্ত।’

টুর্নামেন্ট সেরা ওয়ার্নার পুরো আসরে করেছেন ২৮৯ রান। অবশ্য বাবরের চেয়ে এক ইনিংস বেশি খেলার সুযোগ পেয়েছেন তিনি।

আগামীনিউজ/নাসির