ঢাকা: চলতি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।
রবিবার বিকেল ৪টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
টানা দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। সেটাও আবার দুই ম্যাচ হাতে রেখেই।
এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল টাইগাররা। অবশ্য দ্বিতীয়টিতে ‘সেয়ানে সেয়ানে’ লড়াই হয়েছে।
বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। যদিও শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে ৪ রানে।