কোহলিকে হটিয়ে এক নম্বরে বাবর

খেলাধুলা ডেস্ক এপ্রিল ১৫, ২০২১, ১০:৫৩ এএম

ঢাকাঃ বিশ্বের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ শীর্ষস্থানটি দীর্ঘদিন দখলে ছিলো বাবরের। বিপরীতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দীর্ঘদিন দখলে ছিল বিরাট কোহলির।

তবে বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পেছনে পড়ে গেলেন কোহলি। সেই স্থানে (শীর্ষে) উঠে গেলেন বাবর।

র‌্যাঙ্কে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহীম। ৬৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছে ১৮তম স্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন ২৩তম স্থানে, সাকিব আল হাসানের অবস্থান ২৬-এ।

২০১৭ সাল থেকে ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছিলেন এই ভারতীয় অধিনায়ক। সর্বশেষ প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে কোহলির রেটিং পয়েন্ট নেমে আসে ৮৫৭। যেখানে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৬৫।

আগামীনিউজ/জনী