অস্কার তাবারেজসহ ৪০০ কর্মী ছাঁটাই

ক্রীড়া ডেস্ক মার্চ ৩১, ২০২০, ১২:৩৫ পিএম

ঢাকা: করোনাভাইরাসে বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত খেলাধুলার সব ইভেন্ট। উদ্ভূত পরিস্থিতিতে আয়ের পথ বন্ধ হওয়ায় ৪০০ কর্মী ছাঁটাই করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। তাদের মধ্যে রয়েছেন সুয়ারেজদের কোচ অস্কার তাবারেজও।

আর্থিক সংকট মোকাবেলায় ফেডারেশনের ওপর ভারটা যেন কমে আসে, সে জন্যই এ পদক্ষেপ নিয়েছেন তারা। অবশ্য ফেডারেশন এও বলেছে, এ পরিস্থিতিতে এমনটি করার মূল কারণ, ছাঁটাই হওয়ারা যেন ‘বেকারত্ব বীমা’র আওতায় আসেন।

দেশটির ফুটবল ফেডারেশন বলছে, এ পরিস্থিতিতে বাধ্য হয়েই নির্বাহী কমিটি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যাতে এ সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম টিকে থাকে। খবর : গালফ নিউজ 

আগামীনিউজ/মিজান