ভয়ংকর নেশা - মায়া

সুমি রহমান জুলাই ১৪, ২০২৫, ১০:৫৬ এএম

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর নেশা হচ্ছে কারো মায়ার নেশা! একবার কারো মায়ার নেশায় জড়িয়ে পড়লে, নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েও সে মায়া কাটানো যায় না!

এই মায়া ব্যাপারটা তৈরি হয় মূলত কথার মাধ্যমে। কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তীব্র ভাবে আসক্ত হয়ে পড়ে মানুষ৷ আর তারপর সেই মায়া শুধু বাড়তেই থাকে, কমে না।

মানুষ যখন মায়ার নেশায় জড়িয়ে পড়ে, তখন সে ঠিক না ভুল সেটা বোঝে না৷ কোনো বাঁধা মানে না, কোনোকিছু চিন্তা করে না। সে শুধু মায়ার টানে সবকিছু মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়।

যখন কারো প্রতি মায়া জন্মায়, ঠিক তার আগের মূহুর্ত অবধি মানুষ নিজের আয়ত্তে থাকে। আর যখন কারো প্রতি মায়া জন্মায়, তখন নিজের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না। যার প্রতি মায়া জন্মায়, নিজের অনুভূতির সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটা!

মানুষ চায় নিজেকে সেই মায়া থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে আসতে, কিন্তু পারে না! হাজার যন্ত্রণা, কষ্ট পাওয়ার পরেও সে এই মায়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারে না।

যে একবার কারো মায়ার নেশায় পড়ে, সে তার ভালো থাকার চাবিটা তার হাতে ছেড়ে দেয়। তারপর কথা ফুরায়, সময় ফুরায়, সম্পর্ক এবং মানুষ হারিয়ে যায়, শুধু মায়া ফুরায় না!